খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: সিলেটের ঐতিহ্যবাহী গরুর মাংসের কারি, খাসির কোরমা, রুষ্ট, ডাল-দই দিয়ে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে বহুল আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহীর বিবাহোত্তর সংবর্ধনা সিলেটে সম্পন্ন হয়েছে। রোববার রাতে নগরীর আরামবাগ এলাকার আমানুল্লাহ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের অনেক উর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন।
মিষ্টি রঙের লেহেঙ্গায় মাহিয়া মাহী সংবর্ধণা অনুষ্ঠানে রাত সাড়ে আটটা নাগাদ গাড়িতে করে বর মাহমুদ পারভেজ অপুকে সাথে নিয়ে হাজির হন। কনভেনশন সেন্টারে পৌছার পর নবদম্পতি বিবাহত্তোর সংবর্ধণা অনুষ্ঠানের জন্য প্রস্তুত হন। মাহীর সাথে ছবি তুলতে অনুষ্ঠানে আগতদের অনেকেই ভিড় করেন। তবে, প্রায় তিন ঘন্টার এই অনুষ্ঠানের পুরো সময়ই মাহী ছিলেন হাস্যজ্জ্বল।
এর আগে রাত ৮টা বাজতেই শুরু হয় অতিথিদের আগমন। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত হন।
বরের স্বজনরা অতিথিদের স্বাগত জানান। পরে আপ্যায়ন পর্বে গরুর মাংসের কারি, খাসির কোরমা, রোস্ট দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। সবশেষে ছিলো সিলেটের ঐতিহ্যবাহী খাসিয়া পান আর সুপারি।
মাহিয়া মাহী ও অপুর বিয়ে হয় গত ২৫ মে। তখন ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা করা হয়। এরপর গত ২০ জুলাই ঘটা করে বিয়ের আয়োজন হয় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ মিলনায়তনে। এর পর বৃহস্পতিবার শ্বশুরবাড়ি সিলেটে আসেন মাহী। এর আগে ১৭ জুলাই মাহীর গ্রামের বাড়িতেও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।