Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: হরিণ হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন বলিউডের তারকা অভিনেতা সালমান খান। আদালত তাকে মুক্তি দিলেও ‘চিঙ্কারা’ মামলা তার পিছু ছাড়ছে না।
ওই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন সালমানের গাড়ির চালক হরীশ দুলানি। তবে মামলার শুনানিতে অনুপস্থিত ছিলেন তিনি। কেননা ২০০২ সাল থেকেই তিনি নিখোঁজ!
কিন্তু মামলার রায়ের পর ‘নিখোঁজ’ সেই চালক হাজির হলেন মিডিয়ার সামনে। হরীশ দুলানি সাংবাদিকদের বলেন, ‘আমি ১৮ বছর আগেও যা বলেছি, এখনও তাই বলছি। সালমান খান গাড়ি থেকে নেমে গুলি করে হরিণটিকে হত্যা করেছিলেন।’
তাহলে এই কথাটা আদালতে গিয়ে জানালেন না কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হরীশ বলেন, ‘আমার বাবাকে ভয় দেখানো হয়েছে। ভয় পেয়ে আমিও শহরের বাইরে আছি। যদি পুলিশ আমাকে নিরাপত্তা দেয়, তা হলে আমি আমার বয়ান রেকর্ড করতে রাজি আছি।’
১৯৯৮ সালে ‘হাম হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে সালমান খানের বিরুদ্ধে। প্রাথমিক পর্যায়ে তিনি দোষী সাব্যস্তও হন। তার পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত।
সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদলতে আপিল করেন সালমান। অবশেষে রাজস্থান হাইকোর্ট ‘বেনিফিট অফ ডাউট’-এ সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে তাকে। যে বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল, সেই বন্দুকটি যে সালমান খানের নয়, এমনটা প্রমাণিত হয়েছে আদালতে।
তবে হরীশের বয়ান রেকর্ড হবে কি-না প্রশাসনের তরফ থেকে এর কোনও উত্তর মেলেনি।