খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: ’ ছবির নায়িকা মারজান জেনিফা বিয়ে করেছেন। পাত্র একই ছবি প্রযোজক জোবায়ের আলম।
ছবি প্রযোজনা ছাড়াও জোবায়ের আলম দ্য বাংলাদেশ টুডে’র চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক।
দীর্ঘদিন ধরে জোবায়ের-মারজানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল।
কবে বিয়ে করেছেন, তা জানা না গেলেও জোবায়ের আলম শুক্রবার রাতে নিজের ফেসবুকে বর-কনের একাধিক ছবি পোস্ট দিয়েছেন।
এছাড়া জোবায়ের আলম তার ফেসবুক রিলেশনে ‘ম্যারিড উউথ মারজান জেনিফার’ দেন। সেখানে অনেকেই এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
এই তালিকায় ‘মুসাফির’ ছবির নির্মাতা আশিকুর রহমানও রয়েছেন। প্রতিউত্তরে জোবায়ের আলম আশিকুরকে ধন্যবাদও দিয়েছেন।
এ বিষয়ে আশিকুর রহমান জানান, জোবায়ের ও মারজান পরস্পরকে পছন্দ করেন, এটি চলচ্চিত্র পাড়ার অনেকেই জানেন। মুসাফির নির্মাণের সময় সে পছন্দ ভালোবাসায় রূপ নেয়, যার সফল পরিণতি হল বিয়ের মাধ্যমে।
উল্লেখ্য, ‘মুসাফির’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন চিত্রনায়িকা মারজান জেনিফার। তার নায়ক ছিলেন আরফিন শুভ।