Thu. Aug 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: ও ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদে দেখা যায় হলিউড ও বলিউডের সুপারস্টারদের। এবার ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যার খাতায় নাম লেখালেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নারী মডেল ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হলেন।

‘ভোগ’ মূলত মার্কিন ম্যাগাজিন। তবে বিশ্বের ২৩টি দেশে এর আলাদা সংস্করণ প্রকাশিত হয়। বিখ্যাত এই ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হিসেবে কাজ করার বিষয়ে জানতে চাইলে মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া বলেন, ‘আমি দেশ-বিদেশে অনেক কাজ করেছি, সব জায়গা থেকে অনেক প্রশংসাও কুড়িয়েছি। কিন্তু অপেক্ষায় ছিলাম এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে। আমার অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমি যে মিশনে নেমেছি, তাতে কিছুটা এগোতে পারলাম।’
‘ভোগ’-এর কোন সংখ্যার প্রচ্ছদে পিয়াকে পাওয়া যাবে—জানতে চাইলে তিনি বলেন, “ম্যাগাজিনটির অক্টোবর সংখ্যার প্রচ্ছদে থাকছি আমি, নিজেও অপেক্ষা করছি প্রচ্ছদে নিজেকে দেখার জন্য। এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছি। এবারের ভালো লাগাটা অনেক কিছুর চেয়েই ভিন্ন। ‘ভোগ’ বিশ্বের বেস্ট ম্যাগাজিনগুলোর একটি। কাজটি নিজের ক্যারিয়ারের জন্যও ইতিবাচক।”
কীভাবে ‘ভোগ’-এর প্রচ্ছদকন্যা হলেন—জানতে চাইলে পিয়া বলেন, “অনলাইনে বাংলাদেশের বেশ কয়েকজন মডেলকে তারা দেখেছে, সঙ্গে আমাকেও দেখেছে। ছবি দেখে পছন্দ করে তারা আমার সঙ্গে যোগাযোগ করে। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে প্রচ্ছদের জন্য ছবি তোলা হয়। ‘ভোগ’ ম্যাগাজিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অক্টোবরে যে সংখ্যাটি ছাপা হবে, তার প্রচ্ছদে থাকব আমি। ভোগের ফ্যাশন এডিটর এনাইটা অ্যাদাজানিয়া বিষয়টির দায়িত্বে ছিলেন। ক্যামেরায় ছিলেন ভারত শিখা আর হেয়ার স্টাইলে ছিলেন প্যারিসের প্রখ্যাত ফ্যাশন আইকন সাইরিলে।”
কাজের পাশাপাশি আইন নিয়ে পড়াশোনা করেছেন পিয়া। লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিজ (এলসিএলএস) থেকে শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন তিনি। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও ক্যারিয়ার গড়তে চান তিনি। এরই মধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল পড়ার জন্য অফার লেটারও পেয়ে গেছেন।
বর্তমানে দেশের অন্যতম সেরা আইনজীবী ও সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধানে ইন্টার্নি করছেন পিয়া। রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করে এরই মধ্যে আরো বেশ কিছু ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী।
তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’ ও ‘ছিটমহল’।

অন্যরকম