Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: মাথায় স্বামীকে তালাক দিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী আমালা পাল।

স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং ক্যারিয়ারের কথা ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
তবে এ বিষয়ে তার স্বামী পরিচালক এএল বিজয় কোনো মন্তব্য করতে রাজি হননি।
বর্তমানে তামিল-তেলেগু ছবি ‘দেবী’র কাজ নিয়ে ব্যস্ত এই পরিচালক বলেছেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার মা-বাবা যে সিদ্ধান্ত নিবেন, তাতে আমার সম্মতি রয়েছে।’
তবে আমালার শ্বশুর প্রডিউসার এএল আজহাগাপ্পান বলেছেন, অভিনয় ছেড়ে সত্যিকারের ঘরকন্যা হতে রাজি না হওয়ায় তাদের বিয়ে ভেঙে গেছে।স্বামীর সঙ্গে আমালা পাল
এদিকে আমালার এক বান্ধবী বলেছেন,’শ্বশুর বাড়িতে নির্যাতিত ছিল আমালা। ক্যারিয়ার নিয়ে স্বামীরও সমর্থন পাচ্ছিল না। সে ঘর ও অভিনয় সামলে এগিয়ে যেতে চেয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হল না।’
আমালা পাল দক্ষিণ ভারতী তামিল, তেলেগু ও মালায়াম ছবির খুবই বড় তারকা। মাইনা, রান বেবি রান ও নায়ক ছবি তাকে খ্যাতি এনে দিয়েছে।
২০১৪ সালের জুনে বিজয়কে বিয়ে করেন দক্ষিণী এই সুন্দরী আমালা। সে সময়ে এই জুটির বিয়ে ব্যাপক সাড়া ফেলে।
জুলাইয়ে তার সর্বশেষ ছবি ‘শাহাজানুম পারিকুটিয়াম’ মুক্তি পায়। এরপর ২৮ বছর বয়সী এই অভিনেত্রী গতসপ্তাহে স্বামীকে তালাক দেন।