Wed. Oct 15th, 2025
Advertisements

49খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য সরকারের মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ রাজ্যের নাম হবে ‘বঙ্গ’ বা ‘বাংলা’। আর ইংরেজিতে পশ্চিমবঙ্গের নাম আর ‘ওয়েস্টবেঙ্গল’ নয়, নাম হবে শুধুমাত্র ‘বেঙ্গল’।
এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগামী ২৬ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই পশ্চিমবঙ্গের নাম বদল সংক্রান্ত প্রস্তাবটি পেশ করা হবে। রাজ্য বিধানসভায় ওই প্রস্তাব পাশ হয়ে গেলে তারপর সেটি পাঠানো হবে সংসদে।
২০১১ সালে ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করার ব্যাপারে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ওয়েস্টবেঙ্গল। ‘ডব্লিউ’ ইংরেজি বর্ণমালার একদম শেষদিকের লেটার। ফলে ভারতীয় সংসদে ডাকও পড়ে শেষ দিকে। এজন্য পশ্চিমবঙ্গ সম্পর্কে বলার সময় পাওয়া যায় খুবই কম। ফলে বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য ভাবনা-চিন্তা শুরু হয়। এখন থেকে ওয়েস্ট বাদ দিয়ে শুধুমাত্র বাংলা নাম হলে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় নম্বর হিসাবে সংসদে প্রথম দিকেই পশ্চিমবঙ্গ সম্পর্কে বলার সুযোগ মিলবে।