Wed. Oct 15th, 2025
Advertisements

51খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: সময় ফুটবল তারকাদের বান্ধবী এবং শয্যাসঙ্গীদের নিয়ে মুখরোচক গল্প ছড়ালেও তারকা ফুটবলার লিওনেল মেসি এসব থেকে অনেকটা দূরেই ছিলেন।

তবে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনার বিখ্যাত মডেল জোয়ানা গঞ্জালেস।
পেরুর এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জোয়ানা জানান, ‘বিছানায় মেসি একেবারে মৃতদেহের মতো।’
জোয়ানা বলেন, ‘আমি লক্ষ্য করেছিলাম, মেসি অত্যন্ত লাজুক। আমরা মিউজিক নিয়ে আলোচনা করি। ও আমায় ওর গার্লফ্রেন্ড নিয়ে কথা বলেছিল কি না মনে করতে পারছি না। এর পরে আমরা পুয়ের্তো মাদেরোতে ওর ফ্ল্যাটে যাই।’
তবে সেখানে মেসির পারফম্যান্স ভালো ছিল না ইঙ্গিত করে জোয়ানা বলেন, ‘কেউ যখন পুরো মাঠে খেলছে, তখন সে প্রত্যাশা করবে বিনিময়ে কিছু পাওয়া যাবে। কিন্তু মেসি হতাশ করেছে।’
এদিকে জোয়ানার এই মন্তব্য ঘিরে এখন চলছে জোর বিতর্ক। কারণ জোয়ানার মন্তব্যে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে, মেসির সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল।