Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: লক্ষ্য ছিল বলিউড। নায়িকার তকমা নিয়ে এ সাম্রাজ্যে রাজত্ব করবেন এমন প্রত্যাশায় শুরু করেছিলেন। কিন্তু না, শুধু বলিউডে নয়। পুরো ভারতেই রাজত্ব করে বেড়াচ্ছেন তিনি। বলা হচ্ছে সানি লিওনের কথা।

বলিউডে নিজেকে একাধিকবার প্রমাণের পর এখন সর্বত্র পদচারণা তার। বিজ্ঞাপন, মিউজিক ভিডিওর কাজ করে সবার পছন্দের তালিকায় নাম লিখিয়েছেন সানি। কিছুদিন আগে একটি কনডমের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। এবার সে ব্র্যান্ডটি বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করতে যাচ্ছে। সে ক্যালেন্ডারের পাতায় দেখা মিলবে সানির ছবিও।
সম্প্রতি এর জন্য ফটোশুটে অংশ নিয়েছেন সাবেক এ পর্নো তারকা। এখানেই শেষ নয়, ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, এ ফটোশুটে পুরনো সানিকে নতুন রূপে দেখা যাবে। পর্দায় যিনি হট লুকে হরহামেশায় দর্শক মাতান তিনি এবার ক্যালেন্ডারের পাতায় ভিন্নভাবে হাজির হবেন। এরই মধ্যে বলিউডের বাদশা শাহরুখ খানের ‘রাইজ’ ছবির একটি গানে পারফরম করেছেন সানি। পাশাপাশি শোনা যাচ্ছে, করণ জোহরের নির্দেশনায় রণবীর কাপুরের সঙ্গে একটি গানেও দেখা যাবে তাকে।