খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬:তিনি প্লেবয় মডেল। কিন্তু তাকে অনেক বেশি পরিচিতি দিয়েছে ‘কামসূত্র থ্রিডি’। তিনি শার্লিন চোপড়া। তবে এখন তার দাবি, ‘কামসূত্র থ্রিডি’ ঠিক তার ছবি নয়। তবে ওই ছবির টিম মেম্বারদের জন্য অনেক শুভেচ্ছাও জানিয়েছেন শার্লিন।
২০১২-তে প্রথম ভাইরাল হয় ‘কামসূত্র থ্রিডি’তে শার্লিনের ছবি। দু’বছর পর রিলিজ হয় ছবিটির ট্রেলর। তখনও তুমুল আলোচনা হয় শার্লিনকে নিয়ে।
কিন্তু এখন শার্লিন জানিয়েছেন, তিনি আর এই ছবির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। ‘কামসূত্র থ্রিডি’র শুটিং চলাকালীন তিনি অভিযোগ করেছিলেন, পরিচালক রূপেশ পাল তাকে যৌন প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি না হওয়ার রূপেশ তাকে নানাভাবে অপমান করছেন।
এরপর শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন পরিচালক। পরে শার্লিন-রূপেশের আইনি ঝামেলা মিটেও যায়। কিন্তু ‘কামসূত্র থ্রিডি’ রিলিজ আটকে যায়।
আপাতত শার্লিন ব্যস্ত নিজের পরবর্তী ছবি নিয়ে। আগামী ১৫ অগস্ট মুক্তি পাবে পরিচালক হিসেবে তার প্রথম শর্টফিল্ম।
নায়িকার কথায়, আমার ছবির শুটিং প্রায় শেষ। আগামী ১৫ অগস্ট রিলিজ করার চেষ্টা করছি। এটাতেই প্রথম চিত্রনাট্যকার, পরিচালক এবং অভিনেত্রী হিসেবে এক সঙ্গে আমাকে দেখবেন দর্শক।