খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: সংগীতশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসাইন বিয়ে করেছেন গতকাল শুক্রবার। পাত্রের নাম সিরাজুম মুনির। ভিএফ এশিয়া লিমিটেডের অ্যাসিসট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। এ ছাড়া তিনি একজন গীতিকার ও সুরকারও। তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক থাকলেও পারিবারিক আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানান লোপা। বিয়েতে তাঁদের দুই পরিবারের কাছের বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
লোপা বলেন, ‘আমাদের পরিচয় হয়েছিল ফেসবুকে। এরপর আমরা দুজন একসঙ্গে গানও করি। এরপর একসময় আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমাদের মানসিকতার অনেক মিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ আগামী মাসে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
২০১২ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয় লোপার প্রথম একক অ্যালবাম ‘আশার ভেলা।’ অ্যালবামটির বেশ কয়েকটি গানের কথা ও সুর করেছিলেন তিনি নিজেই। অ্যালবামটিতে তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছিলেন মাহমুদুজ্জামান বাবু ও বেলাল খান। মূলত ‘সামান্য সম্বল’ গানটি দিয়েই সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পান তিনি।