খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: টিভিপর্দার বেশির ভাগ নাটকই রাজধানীর উত্তরায় দৃশ্যায়ন হয়। সকাল থেকে রাত অবধি প্রায়ই শুটিংয়ের জন্য সেসব বাড়িগুলোতে অবস্থান করতে হয় নাটকের নির্মাতা কলাকুশলীদের। কিন্তু উত্তরা সেক্টর কল্যাণ সমিতি, রাজউক প্রশাসনের নতুন সিদ্ধান্ত তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১লা আগস্ট থেকে ঢাকার উত্তরায় কোনো শুটিংবাড়িতে সকাল ৮টা থেকে রাত ১১টার পরে ইনডোরে শুটিং করা যাচ্ছে না। রাস্তাঘাট ও বাড়ির ছাদে রাত ১০টার পরেও শুটিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুটিং হাউজ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, নাটক-টেলিছবিসহ সব ধরনের নির্মাণে সাতটি বিধিনিষেধ দেয়া হয়েছে। এগুলো হলো- রাত ১১টার পরে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। শুটিং ইউনিটের সদস্য সংখ্যা কতজন তাদের নামের তালিকা হাউজ কর্তৃপক্ষের লেজারে লিপিবদ্ধ করতে হবে। পরবর্তীতে সদস্য সংখ্যা বাড়লে তা হাউজ কর্তৃপক্ষকে জানিয়ে নাম লিপিবদ্ধ করতে হবে। সন্দেহমূলক ব্যাগ, লাগেজ, ভারি বাক্স কর্তৃপক্ষ চাইলে তল্লাশি করে দেখা হতে পারে। অন্যান্য নিয়মের মধ্যে রয়েছে- অপরিচিত লোকজনকে অবশ্যই ইউনিটের পরিচিত ছাড়া প্রবেশ করতে দেয়া যাবে না। হাউজ বুকিংয়ের জন্য সশরীরে এসে বুকিং মানি দিয়ে বুকিং নিশ্চিত করতে হবে। শুটিং শেষে স্টুডিওতে ইউনিটের কেউ অবস্থান করতে পারবে না।