Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: বলিউডের সেরা জুটি বলে মনে করা হয় শাহরুখ-কাজলকে। অথচ যখন প্রথম দেখা হয়েছিল, তখন নাকি কাজলকে দেখতেই পারতেন না শাহরুখ খান। এমনকি আমির খানকেও কাজলের সঙ্গে কাজ করতে মানা করেছিলেন!
আর এই স্বীকারোক্তি খোদ কিং খানেরই।
কী ঘটেছিল?
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ‘বাজিগর’ ছবিটি করার সময় কাজলের অভিনয় দক্ষতা সম্বন্ধে জানার জন্য শাহরুখকে ফোন করেন আমির খান। তখন আমিরকে নাকি তিনি জানিয়েছিলেন, কাজল মোটেই ভাল অভিনেত্রী নন।
শাহরুখের কথায়, ‘আমি আমিরকে মেসেজ করেছিলাম কাজল খুবই খারাপ, কাজের প্রতি ওর কোনও ফোকাস নেই। তুমিও কাজলের সঙ্গে কাজ করতে পারবে না।’
কিন্তু সেদিন বিকেলের মধ্যেই কাজলের পারফরম্যান্স দেখে তার প্রতি ধারণা বদলে যায় শাহরুখের।
বলিউড বাদশা বলেন, ‘আমি সে দিন বিকেলেই আমিরকে ফোন করে বলেছিলাম আমি জানি না এটা কীভাবে হল, কিন্তু কাজল অনস্ক্রিন ম্যাজিক করতে পারে।’
তাদের আলাপ এ ভাবেই। তবে বন্ধুত্ব হতে একটু সময় লাগে। ‘বাজিগর’-এর সেট থেকেই বন্ধুত্ব হয় তাদের মধ্যে। সেটে কাজলকে বেশি কথা বলতে দেখে রেগে যান শাহরুখ। তাকে চিৎকার করে ‘শাট আপ’ বলেন তিনি। আর সেখান থেকেই শুরু বন্ধুত্বের। সেই বন্ধুত্ব পর্দায় হোক বাস্তবে হোক আজও অটুট।