Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে ওপেন ডোরস কার্যক্রমে দুটি পুরস্কার পেয়েছেন বাংলাদেশী নির্মাতা কামার আহমেদ সাইমন ও সারা আফরীন। মঙ্গলবার তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

তাদের ‘ডে আফটার টুমরো’ সিনেমার জন্য ওপেন ডোরস গ্র্যান্টের পুরস্কার হিসেবে পরিচালক সাইমন ও প্রযোজক সারা আফরীন পেয়েছেন ৩০ হাজার সুইস ফ্রাঙ্ক। যার পরিমাণ বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা।
এছাড়া আর্তে ইন্টারন্যাশনাল ওপেন ডোরস প্রাইজের জন্য সাইমন ও সারা পেয়েছেন ছয় হাজার ইউরো। যার পরিমাণ বাংলাদেশী মুদ্রায় ৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ওপেন ডোরস কার্যক্রম পরিচালনা করে থাকে লোকার্নো উৎসব কর্তৃপক্ষ। সহযোগী হিসেবে আছে ইউরোপ ও এশিয়ার একাধিক প্রতিষ্ঠান।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে মুক্ত ছবি ও নির্মাতাদের সহায়তার জন্যই কাজ করে ওপেন ডোরস। গত ৪ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট শেষ হওয়া ওপেন ডোরস কার্যক্রমের আওতায় এবার প্রদর্শিত হয়েছে বাংলাদেশ, ভূটান, মিয়ানমার ও নেপালের ছবি।
উৎসবে প্রদর্শিত হওয়া বাংলাদেশী চলচ্চিত্রের মধ্যে আরও রয়েছে কামার আহমাদ সাইমনের ‘শুনতে কি পাও’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ও রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।
এছাড়া বাংলাদেশের তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে উৎসবে। এর মধ্যে রয়েছে ইশতিয়াক জিকোর ‘৭২০ ডিগ্রিজ’, আবু শাহেদ ইমনের ‘কন্টেইনার’ ও মেহেদি হাসানের ‘আই অ্যাম টাইম’।