Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে উৎসর্গ করে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র। মুন্তাহিদুল লিটন পরিচালিত সিনেমাটির নাম ‘শেষ চুম্বন’।

সিনেমাটির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন কালার গ্রেডিংয়ের কাজ চলছে। অক্টোবরে শেখ রাসেলের জন্মদিনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানান সিনেমার পরিচালক।
এ প্রসঙ্গে পরিচালক মুন্তাহিদুল লিটন বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় ছোট্ট শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়। সে হিসেবে বলা যায় রাষ্ট্রীয়ভাবে প্রথম শিশু হত্যা করা হয়েছে। তাই শিশুতোষ এ সিনেমাটি শেখ রাসেলকে উৎসর্গ করা হয়েছে। এটি একটি মানবতার সিনেমা। এ সিনেমার মাধ্যমে সমাজে শিশুদের নির্যাতনের বিরুদ্ধে অভিনব একটি প্রতিবাদ।’
সিনেমার গল্প প্রসঙ্গে লিটন বলেন, ‘এ সিনেমায় পারিবারিক শিশু নির্যাতনের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একজন বাবা তার মেয়েকে সব সময় নির্যাতন করতো। কিন্তু মৃত্যুর সময় তার বোধদয় হয় তিনি তার কন্যার প্রতি অন্যায় করেছেন। তাই তিনি মেয়েকে শেষবারের মতো একটি চুমু খেতে বলে। এ জন্য সিনেমার নামকরণ করেছি শেষ চুম্বন। যা আপনাকে ভাবাবে, ভুগাবে, লোভ কী জিনিস তা বুঝাবে।’
গত বছর ১০ এপ্রিল, রাজধনীর পিয়াংকা শুটিং স্পটে এ সিনেমার শুটিং শুরু হয়। লাকী মোভি নিবেদিত এ সিনেমায় অভিনয় করছেন- শিমুল খান, সাগর আহম্মেদ, তন্ময়, রাইসা সহ অনেকে।
সিনেমাটিতে গান থাকছে মোট পাঁচটি। গানে কণ্ঠ দিয়েছেন বাধন, খুঁদে গানরাজ আঁশা, এ্যানজেলা মঞ্জুর, দৌলদ হাসান। সংগীত পরিচালনা করেছেন এ্যানজেলা মঞ্জুর ও ওলিক। গানের কথা লিখেছেন পরিচালক লিটন।