Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: বলিউডের জনপ্রিয় শিল্পী পলক মুচ্ছালের সঙ্গে একটি দ্বৈত অ্যালবাম করলেন চলতি সময়ের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান। চাহু ম্যা ইয়া না, মেরি আশিকি, তু মুঝে ছোর যায়ে, বাতে ইয়ে কাভি না, প্রেম রতন ধন পায়োর মতো জনপ্রিয় গানের শিল্পী পলক।
এ দ্বৈত অ্যালবামের সব গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। আর সুর ও সংগীাতায়োজন করেছেন খোদ ইমরান।
সাউন্ডটেকের ব্যানারে আসছে ঈদেই এ অ্যালবামটি প্রকাশ পেতে যাচ্ছে। ঈদের আগে পলকের সঙ্গে ইমরানের একটি দ্বৈত গানের ভিডিও প্রকাশ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ইমরান বলেন, পলক মুচ্ছালের সঙ্গে দ্বৈত অ্যালবাম করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। খুব ভালো লাগছে। কারণ এটি আমার ক্যারিয়ারের অন্যতম ভিন্নধর্মী একটি কাজ। এ ইচ্ছে বাস্তবায়নের জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই জুলফিকার রাসেল ভাই ও সাউন্ডটেকের র্কর্ণধার বাবুল ভাইকে। আশা করছি অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।