খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: বলিউড ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেতা নিরব। ছবির নাম ‘বালা’। ছবিটি পরিচালনা করছেন বলিউড পরিচালক ফয়সাল সাইফ। নিরবের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কাভিতা রাধ্যেশাম। সোমবার ভারতের ব্যাঙ্গালুরুতে ‘বালা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিপত্রে সই করেন বাংলাদেশি এই অভিনেতা।
পরিচালক ফয়সাল সাইফ বলেন, ইন্টারনেটেই পরিচয় হয় নিরবের সাথে। সুদর্শন নিরবকে আমার ছবিতে কাজের প্রস্তাব দেই, এরপর সে জুনে মুম্বাই আসে এবং মোটামুটি চূড়ান্ত হয়ে যায় কথা।
নিরব বলেন, বলিউড তো আমাদের কাছে অবশ্যই একটা বড় বিষয়। ওদের কাজের ক্ষেত্রটা অনেক বিশাল। যেখানে সুযোগ পাওয়াটা একটা বড় বিষয়। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো ভালো করার। আর পরিচালক ফয়সাল সাইফ অনেক ভালো মানুষ। পরিচালক হিসেবেও সবাই তার প্রশংসা করে। আমি চেষ্টা করবো আমার দিক থেকে ভালো করার।
আগামী সেপ্টেম্বরের শেষে মুম্বাই, দিল্লি ও ব্যাঙ্গালুরুতে ছবির শুটিং হবে বলে জানা গেছে।