Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: মিষ্টি মেয়ের চরিত্রেই বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে এতোদিন দেখা গেছে। কিন্তু এবার বড় পর্দায় ভিলেন হওয়ার ইচ্ছে হয়েছে এই শ্রীলঙ্কান সুন্দরীর।

বলিউডের সাত বছরের ক্যারিয়ারে ‘আলাদিন’, ‘কিক’ ও ‘হাউসফুল’ সিরিজের ছবিতে কাজ করেছেন জ্যাকলিন। এছাড়া ‘মার্ডার টু’, ‘রেস টু’, ‘ব্রাদার্স’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। তাই তার মনে হচ্ছে, এবার ভিন্ন কিছু করার সময় এসেছে।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জ্যাকলিন বলেন, ‘ভিলেন চরিত্রে অভিনয় করলে ভালো লাগবে। কারণ এ বছর আমার চরিত্রগুলো হয় খুব চাকচিক্যময়, নয়তো পাশের বাড়ির মেয়েদের মতো। এবার ভিলেনদের মতো চরিত্রে অভিনয় করা উচিত বলে মনে হচ্ছে।’
শ্রীলঙ্কান সুন্দরীকে সুপারহিরো অ্যাকশন ছবি ‘অ্যা ফ্লাইং জাট’-এ দেখা যাবে। এটি মুক্তি পাবে আগামী ২৫ আগস্ট। কোন ধারার ছবি প্রিয় জানতে চাইলে তিনি জানান, ফ্যান্টাসিই বেশি উপভোগ করেন। তার ভাষ্য, ‘ফ্যান্টাসি ও সুপারহিরো নির্ভর যে কোনো কিছু কিংবা রূপকথা এমনকি জাদু বিষয়ক ছবি ভালো লাগে আমার।’
রেমো ডি’সুজা পরিচালিত ‘অ্যা ফ্লাইং জাট’-এ সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে টাইগার শ্রফকে। টাইগার সর্ম্পকে তিনি বলেন, ‘টাইগারের কাছে অনেক কিছু শিখেছি। ও খুব পেশাদার ও প্রতিভাবান। এমন একজনের সঙ্গে কাজ করতে পারা ছিলো আমার জন্য চমৎকার অভিজ্ঞতা।’
হলিউডেও কাজ করার ব্যাপারে আপত্তি নেই জ্যাকলিনের। ‘দ্য রেভেন্যান্ট’ তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিওর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। শৈশব থেকেই তার প্রেমে মজে আছেন ‘ঢিশুম’ তারকা।
এদিকে তরুণ মনসুখানির পরিচালনায় নিজের আগামী ছবিতে অভিনয়ের প্রস্তুতি হিসেবে মারামারির কৌশল শিখছেন জ্যাকলিন। এতে তার সহশিল্পী থাকছেন সুশান্ত সিং রাজপুত।