Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: প্রযোজক, পরিচালকের অশ্লীল প্রস্তাবের জন্য সিনেমা ফিরিয়ে 29দিয়েছিলেন গত দশকের সমালোচিত চিত্রনায়িকা মুনমুন। তিনি বলেন, ‘সিনেমা ক্যারিয়ারে অনেকবার প্রযোজক, পরিচালকের কাছ থেকে অশালীন প্রস্তাব পেয়েছি। তাদের সিনেমায় অভিনয় প্রত্যাখ্যান করেছি। আগামী দিনেও এ রকম প্রস্তাব নিয়ে এলে তাদের প্রত্যাখান করব।’

শুক্রবার বিকেলে একটি অনলাইন পোর্টালকে এ কথা বলেন মুনমুন।
ঢাকাই সিনেমায় ১৯৯৬ সালে চিত্রনায়িকা মুনমুনের অভিষেক হয়। দেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বিষে ভরা নাগীন’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এছাড়া প্রায় ৮০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। অশ্লীল সিনেমায় অভিনয়ের জন্য সমালোচিতও হয়েছেন। কিন্তু এই নায়িকা দাবী করলেন, অশ্লীল সিনেমার প্রস্তাব প্রত্যাখান করেছিলেন তিনি।
মুনমুন বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। অনেক পরিচালক, প্রযোজক আমাকে অশ্লীল সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাদের প্রত্যাখ্যান করেছি। এখনো অনেকে এ ধরণের প্রস্তাব নিয়ে আসে তাদেরকেও না বলেছি।’
সর্বশেষ মুনমুন অভিনীত ‘কুমারী মা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সিনেমাটি পরিচালনা করেন বাবুল রেজা। এছাড়া ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী কেন ডাকাত’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।