তার পর যদি একজন সেলিব্রিটি প্রেম করেন অন্য এক সেলিব্রিটির সঙ্গে, তবে কৌতূহলের মাত্রা বাড়ে, কমে না! সেই জন্যই হালফিলে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে নিয়ে খবর আর ফুরাতেই চাইছে না! চিরুনি তল্লাশি চলছে তাদের ব্যক্তিগত জীবনের এক ঝলক দেখতে পাওয়ার জন্য।
একেবারেই যে তাদের ব্যক্তিগত জীবন ফাঁস হয়ে যাচ্ছে না- এমনটা কিন্তু নয়। মাস দুয়েক আগে নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল তাদের ব্যক্তিগতমুহূর্তের এক ভিডিও। এবার ফাঁস হল হোয়াটসঅ্যাপ চ্যাট।
কী আছে সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনে?
রণবীর এখন রয়েছেন সুইজারল্যান্ডে। সেখানে চলছে যশ রাজ ফিল্মস-এর প্রযোজনায়, আদিত্য চোপড়ার পরিচালনায় ‘বেফিকর’ ছবির শুটিং। সেই শুটিংয়ের মাঝেই রণবীর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালেন দীপিকাকে। দেখা গেল, একদল উন্মুক্তবক্ষা রমণীর সঙ্গে রণবীরের ছবি।
সেই ছবি দেখার পর স্বাভাবিকভাবেই বেশ রেগে গিয়েছেন দীপিকা। জেরাও করেছেন অধিকারপ্রবণ প্রেমিকার মতো! তা যাই হোক না কেন, তাকে শেষ পর্যন্ত কী ভাবে ঠান্ডা করলেন রণবীর? চ্যাট দেখলেই স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে বিষয়টি নিয়ে।