‘রাতের জলসাঘর’ গানটির গল্প শরৎচন্দ্রের বিখ্যাত ‘দেবদাস’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। এখানে দেবদাস চরিত্রে দেখা যাবে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাকে।
নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে কনক চাঁপা বলেন, “দর্শক চাহিদা ও যুগের সাথে তাল মেলাতেই মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্তটি নিয়েছি। আশা করি কাজটি দর্শকদের ভালো লাগবে।”
মিউজিক ভিডিওটিতে অভিনয় প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, “আমি খুবই আনন্দিত এ মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে। এর আগে নাটকে কাজ করা হলেও মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা এই প্রথম। কনক আপা ও মঈনুল ভাইয়ের অনুপ্রেরণায় ভালভাবে কাজটি করতে পেরেছি বলে আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।”‘রাতের জলসাঘরে, নাচে চন্দ্রমুখী/ দেবদাস জানে না সে দু:খী’- এ গানটির গীতিকার হুমায়ুন কবির ও সুরকার মঈনুল ইসলাম খান। এতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন মুত্তাকিনুর ওয়াসেক। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে বেঙ্গল স্টুডিওতে। আসছে ঈদ-উল-আযহাতে ভিডিওটি সর্বত্র মুক্তি দেয়া হবে।