Sat. Sep 20th, 2025
Advertisements

9খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬: কুইন্স পার্ক ওভালে বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ টেস্ট। তাই কপাল পুড়েছে বিরাট কোহলিদের। এই ম্যাচ ড্র হওয়ায় টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে তারা। তাই প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছে পাকিস্তান।

পাকিস্তান ১১১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে গেছে। তাদের পরেই আছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১০। শ্রীলঙ্কার মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে তিন নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১০৮।
এরপর যথাক্রমে ইংল্যান্ড চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম, শ্রীলঙ্কা ষষ্ঠ, দক্ষিণ আফ্রিকা সপ্তম ও ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে।
আর বাংলাদেশ নবম স্থানে আছে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে। মুশফিক-তামিমদের পরই আছে জিম্বাবুয়ে, তাদের রেটিং পয়েন্ট মাত্র ৮।
ইংল্যান্ড সফরে গিয়ে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করার পর পাকিস্তান গত সপ্তাহে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ওঠে। অল্প কয়েকদিনের ব্যবধানে শীর্ষে উঠে গেল তারা।
পাকিস্তানের এই সাফল্য গত দুই বছরে তাদের ধারাবাহিক সাফল্যের ফসল। ২০১৪ সালে অগাস্টে তারা ছয় নম্বরে ছিল। এরপর থেকে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ হারেনি তারা।
এই সময়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-০তে, শ্রীলঙ্কার মাটিতে জিতেছে ২-১ ব্যবধানে। বাংলাদেশের মাটিতে জিতেছে ১-০তে এবং সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডকে হারিয়েছে ২-০তে। আর সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে তাদেই মাটিতে।