Sat. Sep 20th, 2025
Advertisements

22kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: এ বছরের শুরুতে সামাজিক গণমাধ্যমে আলোড়ন তুলেছিল আফগানিস্তানের এক শিশুর ছবি। প্লাস্টিকের ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে আলোচনায় এসেছিল মুর্তজা আহমাদি নামের এই আফগান শিশু। পরে ইউনেস্কোর মাধ্যমে নিজের এই খুদে ভক্তের কাছে একটা সত্যিকারের জার্সিও পাঠিয়েছিলেন মেসি। তবে সম্প্রতি তাঁর জার্সি এমনভাবে দেখা গেছে, যা জানতে পারলে হয়তো কষ্টই পাবেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। তাঁর জার্সি গায়ে দিয়েই আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল ইরাকের এক কিশোরের।
মেসির বার্সেলোনার জার্সি গায়ে দিয়ে বোমা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে যায় আনুমানিক ১২-১৩ বছরের এক কিশোর। জার্সির নিচেই শরীরে বাঁধা ছিল আত্মঘাতী বোমা। পরে জার্সি খুলে সেই বোমা অপসারণ করে পুলিশ। ইরাকের উত্তরাঞ্চলে কিরকুক শহরে সম্প্রতি দেখা গেছে এমন চিত্র।
গত সোমবার ইরাকের এ অঞ্চলে এক শিয়া মসজিদে চালানো হয়েছিল আত্মঘাতী বোমা হামলা। তুরস্কেও কুর্দিদের এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক। ইরাকে মেসির জার্সি গায়ে ধরা পড়ে যাওয়া সেই কিশোর পরে দাবি করেছে, তাকে অপহরণ করা হয়েছিল এবং গায়ে বোমা বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিরকুক শহরে।
বিশ্বজুড়ে যে তাঁর অগণিত ভক্ত ছড়িয়ে আছে, তা খুব ভালোমতোই জানেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি। তবে কোনো আত্মঘাতী বোমা হামলাকারীর গায়েও যে তাঁর জার্সি থাকতে পারে, তা হয়তো কখনো কল্পনাও করেননি আর্জেন্টাইন এই তারকা। ইরাকের এই খবর যদি নজরে আসে, তাহলে কেমন প্রতিক্রিয়া জানাবেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার?