Fri. Sep 19th, 2025
Advertisements

3kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬:  টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।

জানা যায়, রোববার রাত ৮ টার দিকে ডাকাত দল ভিবিন্ন অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব ১২ অভিযান চালিয়ে আটক করে ৫ ডাকাতকে এবং তাদের কাছ থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ১ রামদা, ১ টি চাপাতি ও ১টি ছোঁড়া উদ্ধার করে।

আটককৃতরা হলো ভূঞাপুর উপজেলার রামাইল গ্রামের আব্দুস সামাদের ছেলে বেল্লাল (৪০), কালিহাতী উপজেলার পাথাইলকান্দি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে সালাম (৪৫), মির্জাপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মোয়াজ্জেম (৩৮), ঘাটাইল উপজেলার সদরের আব্দুল বারেক (৪৮) ও মির্জাবাড়ী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দোলন মৃদা (২৫)।

টাঙ্গাইল র‌্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন ফারুকী বিপিএম জানান, উপজেলার গোবিন্দাসী গরুর হাট থেকে ছেড়ে যাওয়া নৌকায় যমুনা নদীর মাঝে ডাকাতি হতে পারে এমন তথ্যেও ভিত্তিতে যমুনা নদীতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ডাকাতির প্রস্ততিকালে নৌকা ও অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে। তাদের কাছে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ১ রামদা, ১ টি চাপাতি ও ১টি ছোঁড়া উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধীক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ডাকাত সর্দার বেল্লালের বিরুদ্ধে টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জ জেলায় ৩টি হত্যা, ৭টি ডাকাতিসহ মোট ১১টি মামলা রয়েছে।