Sat. Sep 20th, 2025
Advertisements

bus-2-nbs24খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬:  পথে পথে চাঁদাবাজির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য হোমনা-ঢাকা সুপার সার্ভিসের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিকরা।

রোববার সকালে হোমনা বাস স্ট্যান্ড থেকে এ ঘোষণা দেয় তারা। এতে অবর্ণনীয় ভোগান্তির কবলে পড়েন ঢাকাগামী সাধারণ যাত্রিরা।

ঢাকাগামী যাত্রী আউয়াল জানান, ‘দেড়ঘণ্টা ধরে অপেক্ষা করছি। কোনো বাস ছাড়ে না।” আরেক যাত্রী সেন্টু মিয়া জানান, জরুরী কাজে ঢাকা যেতে হচ্ছে। না যেতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। শুনেছি, চাঁদাবাজির কারণে নাকি বাস বন্ধ রেখেছে।” এমন দুর্ভোগ আর ভোগান্তির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য যাত্রী। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীরা এ রুটে চলাচলকারী বাসগুলো থেকে প্রতিদিন হাজার হাজার টাকা ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ মালিকরা।

বাস মালিক মবিন ভূইয়া, কাউছার আহমেদ, উজ্জল, তোফাজ্জল হোসেন জানান প্রতিদিন হোমনা থেকে বাসটি ছেড়ে যাওয়ার পর ঢাকার সায়েদাবাদে ৭৫০, শনির আখড়া ৫০০, চিটাগাং রোড ২০০, কাঁচপুর ২০০, মদনপুর ১০০, হোমনা ৭০০ টাকা করে জোরপূর্বক কেড়ে নিয়ে যায়। টাকা দিতে না চাইলে বাসের হেলপার-কনডাক্টরকে মারধর করে।

তারা আরও অভিযোগ করে জানান, পুরাতন কমিটি ভেঙে দিয়ে গাড়িবিহীন ও ভিন্ন রুটের মালিকদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা চাঁদাবাজি শুরু করে দিয়েছে।

সূত্রে জানা গেছে, হোমনা-ঢাকা মিনিবাস মালিক সমিতির নেতাদের মধ্যে রয়েছে দ্বন্দ। গত ১১ আগস্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুরাতন কমিটির অনেককেই বাদ দেওয়া হয়ছে। এ নিয়েও রয়েছে বাস মালিকদের মধ্যে চরম বিরোধিতা।

এ ব্যাপারে জানতে হোমনা-ঢাকা মিনিবাস মালিক সমিতির সভাপতি কবির হোসেনের মোবাইলে কল করে ০১৮৫৭-৮৩৫৩৮২ নম্বরটি বন্ধ পাওয়া গেলে তার বক্তব্য পাওয়া যায়নি।

কমিটির কোষাধ্যক্ষ মো. মফিজ ঘটনার সত্যতা স্বিকার করেছেন।

ঢাকা-হোমনা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ভূইয়া বলেন, বাস বন্ধের বিষযটি আমি জানি না। যদি রাস্তায় চাাঁদাবাজির কারণে বাস বন্ধ করা হয়- খবর নিয়ে ব্যবস্থা নিব। মনে রাখতে হবে এ শিল্পটি বাঁচলে আমরা বাঁচব।

এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ এমন ঘটনা জানেন না বলে জানান। তবে বাস মালিক সমিতির কমিটি নিয়ে বিরোধ থাকার কথা বলেন।

হোমনা ইউএনও কাজী শহিদুল ইসলাম তিনিও বাস বন্ধ থাকার বিষয়টি শুনেন নি। খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।