Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: এবার নগ্নতা বিতর্কে তন্নিষ্ঠাপার্চড ছবির দৃশ্যে রাধিকার সঙ্গে তন্নিষ্ঠা। সম্প্রতি নগ্ন দৃশ্য ভাইরাল হওয়ায় বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। বলিউডি ছবি ‘পার্চড’- এর কয়েকটি দৃশ্য ফাঁস হয়ে যায়।
কিন্তু শুধু রাধিকাই নন, ওই ছবির বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ও জয়ে পড়েছেন একই ধরনের বিতর্কে।
যদিও যে ছবিটি প্রকাশ্যে এসেছে, তাতে তন্নিষ্ঠার নগ্নতা ধরা পড়েনি। কিন্তু ছবিতে তার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে।
ছবিতে এক বিধবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তন্নিষ্ঠা। চরিত্রের নাম রানি, যার জীবনের একমাত্র উদ্দেশ্য সন্তান প্রাপ্তি। সেই পরিপ্রেক্ষিতেই বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে দেখানো হলে দারুণ প্রশংসিত হয় ছবিটি।
পরিচালক লীনা যাদব পেয়েছেন সেরা পরিচালকের খেতাব, ভারতীয় ছবির মধ্যে সেরা ছবি হিসেবে বিবেচিত হয় ‘পার্চড’।
মার্কিন মুলুকে প্রশংসা পেলেও দেশে এখনও বিতর্ক থেকে বেরোতে পারেনি ছবিটি।