Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: অনন্ত জলিল-বর্ষা বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি। তারা দুজনই এবার অংশ নিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘কেমিস্ট্রি’তে।

এ অনুষ্ঠানে সঞ্চালক রুমানা মালিক মুনমুনের প্রথম শর্তই ছিল, অনন্ত-বর্ষার না জানা কথা, না বলা কথা দর্শকদের জানাতে হবে। সে শর্ত মেনেই, অনন্ত জানিয়েছেন তার প্রকৃত বয়স ৩৯।
বর্ষা জানিয়েছেন, তার প্রকৃত নাম খাদিজা। গল্পচ্ছলেই অনন্ত-বর্ষা জানিয়েছেন, চলচ্চিত্রে কাজ করতে গিয়ে নয়, তাদের প্রেম হয়েছিল চলচ্চিত্রে অভিনয়ের বেশ আগে। তারকা জীবনে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল ব্যক্তিজীবনে স্বামী হিসেবে এবং বাবা হিসেবেও অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। একমাত্র সন্তান আরিজের জন্য দুধ বানানো, দুধ গরম করা থেকে স্ত্রী বর্ষার পাশে ছায়ার মতো থাকেন অনন্ত। শুধু তাই নয়, পাকা রাঁধুনী বর্ষাকে বেশ ক’বার রান্না করেও খাইয়েছেন অনন্ত। স্ত্রীকে ভালোবেসে কেমিস্ট্রি অনুষ্ঠানে অনন্ত সকণ্ঠে গানও গেয়েছেন।
অনন্ত-বর্ষা এ অনুষ্ঠানেই জানিয়েছেন, চলচ্চিত্র নিয়ে এবং তাদের ব্যক্তিজীবনের নতুন কিছু পরিকল্পনা, স্বপ্নের কথা। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচার হবে ঈদের ৪র্থ দিন, রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।