খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: সঞ্জয় লীলা বনসালি মানেই যেন বিশাল তারকা আর চোখধাঁধানো সেট, সব মিলিয়ে বানানো মহাকাব্যের মতো ছবি। সময়ে সময়ে বনসালির ছবিতে যুক্ত হয়েছেন বলিউডের সেরা তারকারা। অনেকে বড় তারকা হয়েছেন তাঁর ছবির কল্যাণে। এবার বনসালির ছবি নিয়ে ফিল্মফেয়ারে মিলল নতুন খবর—শাহরুখ খান আর কঙ্গনা রানাউতকে নিয়ে ছবি বানানোর সম্ভাবনা রয়েছে এই তারকা পরিচালকের।
এই মুহূর্তে বনসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’র কাস্টিং নিয়ে আলোচনা চলছে জোর বেগে। ছবিতে প্রধান চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে এটা নিশ্চিত, সঙ্গে রণবীর সিংয়ের নামটাও প্রায় নিশ্চিত হয়েই ছিল বহুদিন। সেখানে বি টাউনের বাজারে গুজব, রণবীরের ওপর নাকি চটেছেন বনসালি। এর কারণ, রণবীর নাকি তাঁর কাছ থেকে স্ক্রিপ্ট দেখতে চেয়েছিলেন। এ জন্যই অন্য তারকাদের ব্যাপারেও ভাবছেন বনসালি। এঁদের মধ্যে রয়েছেন হৃতিক রোশন, শহিদ কাপুর ও শাহরুখ খান। অবশ্য এদের মধ্যে কে যে শেষতক আলাউদ্দিন খিলজি হবেন, তার কিছুই এখনো নিশ্চিত নয়।
তবে ‘নতুন তথ্য’ অনুযায়ী, শাহরুখকে নিয়ে ঠিকই ভাবছেন বনসালি— কিন্তু এই ছবিটির জন্য নয়। শাহরুখের বিপরীতে কঙ্গনাকে নিয়ে নতুন আরেকটি ছবি বানাতে চান তিনি। শাহরুখ এর আগে বনসালির ছবিতে অভিনয় করলেও কঙ্গনার জন্য অভিজ্ঞতাটি হবে নতুন, আর তা ছাড়াও এই দুই তারকা এখনো পর্যন্ত জুটি বেঁধে উপস্থিত হননি বড়পর্দায়। কাজেই দর্শকের আগ্রহ জাগানোর জন্য আর কি চাই!
অবশ্য শাহরুখ ও কঙ্গনার চলতি এবং আগামী বছরের শিডিউলে একটু চোখ বুলালেই বুঝবেন, শিগগিরই আসবে না বনসালির এই প্রোজেক্ট। কাজেই অনেকটা সময়ই অপেক্ষা করতে হবে আপনাকে।