গানের পাশাপাশি ‘বোকাবাক্স’ নাটকে চিত্রালী নামের চরিত্রটি অভিনয় করেছেন তিশা। এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াৎ মাহমুদ। নাটকে তিশার সহশিল্পী আনিসুর রহমান মিলন ও সুজাত শিমুল।
নাটকের গল্পে দেখা যাবে- তিশা চলচ্চিত্রে পাকাপোক্ত অবস্থান তৈরির জন্য সংগ্রাম করে যায়। এমন সময় তার অতীতের সুন্দর একটি স্মৃতি সামনে আসে। শুরু হয় নতুন সংগ্রাম, ভালোবাসার পেছনে ছুটে চলা। এরমধ্যে তিশার জীবনে এন্ট্রি দেন মিলন। এরপর গল্পের বাঁক বদল ঘটে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘বোকাবাক্স’ নাটকটি শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।