খোলা বাজার২৪, শনিবার, ২৭ আগস্ট ২০১৬: কন্যা সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। গত শুক্রবার (২৬ আগস্ট) রাতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শহিদের স্ত্রী মীরা রাজপুত। ২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শহিদ কাপুর।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো মীরাকে। মেয়ের আগমনের কথা সকলকে জানিয়ে টুইটার ও ফেসবুকে ৩৫ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘সে এসেছে। আমরা কতোটা খুশি তা প্রকাশ করার জন্য শব্দ কম পড়ছে। সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’