Wed. Oct 15th, 2025
Advertisements
107965_hortalখোলা বাজার২৪,সোমবার, ২৯ আগস্ট ২০১৬: সিলেট নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির ব্যবসায়ী মামুন হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে আগামী বুধবার নগরীতে অর্ধদিবস হরতাল ডেকেছে  জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
রবিবার রাতে সংগঠনটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন মহানগর এলাকায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হবে বলে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া জানিয়েছেন। বৈঠকে নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের মহাসচিব রিপন দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামুন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত ১৬ আগস্ট বিকেলে নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে ছুরিকাঘাতে খুন করে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সুলায়মান আহমদ চৌধুরী। পরে তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সম্প্রতি এ হত্যা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তরিত হয়েছে।