Wed. Oct 15th, 2025
Advertisements
2016-08-29_6_950014খোলা বাজার২৪,সোমবার, ২৯ আগস্ট ২০১৬: যুক্তরাষ্ট্রের সফররত পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বাংলাদেশে নিরাপত্তাসহ অন্যান্য বিষয় নিয়ে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘নিরাপত্তাসহ অন্যান্য বিষয় এবং সহিংস উগ্রবাদ মোকাবেলায় আমাদের দৃঢ় সমর্থন নিয়ে আজ বাংলাদেশে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের একটা অসাধারণ উন্নয়ন গল্প রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে (আমি) সন্তুষ্ট।’
এর আগে কেরি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাখা পরিদর্শন বইয়ে লিখেছেন, ‘বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী এবং তাঁর কন্যার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দৃঢ় নেতৃত্বে উন্নতি লাভ করছে।’
তিনি আরো বলেন, ‘(বাংলাদেশের) বন্ধু এবং তাঁর (বঙ্গবন্ধুর) স্বপ্ন পূরণের দৃঢ় সমর্থক হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।’
কেরি এ জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে তার ৯ ঘণ্টার ঢাকা সফর শুরু করেন। এখানে ধানমন্ডি ৩২ নম্বরে তিনি স্বাধীনতার স্থপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।