খোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬:। রূপালী পর্দায় টানা অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। দর্শকপ্রিয় এই এই মুখ দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া টু বাংলাদেশ যাওয়া আসা করেন। তিনি দেশে ফিরলেই অনেক নির্মাতা তাকে নিয়ে কাজ করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। তবে এখন তিনি আগের মতো নিয়মিত কাজ করেন না। কারণ তার একমাত্র সন্তান আইজান নেহানের। দেখাশোনা করতেই তার সময় কেটে যায়। আইজানের বয়স দুই বছরের বেশি। মাঝে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর শাবনূর নতুন ছবিতে কাজের ঘোষণা দেন এবং একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। ‘পাগল মানুষ’ নামে একটি অসমাপ্ত ছবির কাজেও অংশ নেন তিনি। এ ছবির পরিচালক এম এম সরকারের হঠাৎ মৃত্যুর কারণে অনেকদিন ধরে এর কাজ স্থগিত ছিল। বর্তমানে ছবিটির কাজ শেষ করছেন তার শিষ্য বদিউল আলম খোকন। এই ছবিতে শাবনূরের সহশিল্পী হিসেবে কাজ করছেন শায়ের খান। বর্তমানে এ ছবিরও গানের কাজ বাকি আছে বলে জানিয়েছেন পরিচালক। তবে ছবির বেশিরভাগ কাজ শেষ। এদিকে গত মাসে সব জল্পনা-কল্পনা শেষে শাবনূরের নতুন ছবিতে ফেরার কথা জানান চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবির নাম ‘কতদিন দেখি না তোমায়’। এ ছবির প্রথম ধাপের কাজ শুরুর আগে শাবনূরের জন্য অপেক্ষা করেন পরিচালক। কিন্তু শাবনূর ব্যক্তিগত কাজে আবার অস্ট্রেলিয়া চলে যান। এরইমধ্যে এ ছবির বাকি শিল্পীদের নিয়ে প্রথম ধাপের কাজ শেষ করেছেন ছবির নির্মাতা। শাবনূর প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক মানবজমিনকে বলেন, শাবনূরের মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। এবার অস্ট্রেলিয়া থেকে ফিরেই তিনি আমার ছবিতে সময় দেবেন। এর আগে শাবনূরকে এই ছবিতে চুক্তিবদ্ধও করেছি আমি। ঈদের পর এ ছবির বাকি কাজ শুরু করব। আমার বিশ্বাস, ঈদের পর শাবনূর এ ছবিতে টানা সময় দেবেন। ‘কতদিন দেখি না তোমায়’ ছবিতে শাবনূরের বিপরীতে দেখা যাবে ফেরদৌসকে। রোমান্টিক ও পারিবারিক ঘরানার গল্পের এ কাহিনীচিত্রে আরও আছেন সাইমন ও পিয়া বিপাশা। শাবনূরের মুক্তিপ্রাপ্ত শেষ ছবির নাম ‘কিছু আশা কিছু ভালোবাসা’। ছবিটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মানিক। এর আগে শাবনূর এই পরিচালকের ‘দুই নয়নের আলো’, ‘মন ছুঁয়েছে মন’, ‘মা আমার চোখের মণি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’য় অভিনয় করে বেশ প্রশংসিত হন। মানিকের প্রথম ছবি ‘দুই নয়নের আলো’তে অভিনয়ের জন্য ২০০৫ সালে জনপ্রিয় এই নায়িকা পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শাবনূর। এরপর চিত্রনায়ক মান্না, শাকিব খান, রিয়াজ, ওমর সানী, অমিত হাসানসহ অনেক জনপ্রিয় অভিনেতার বিপরীতেই দেখা গেছে তাকে। তবে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় ক্যারিয়ারে সফলতা পান শাবনূর। প্রায় ৭ বছর আগে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেন তিনি। তারপর থেকে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এই অভিনেত্রী। মাঝে মাঝে সেখান থেকে দেশে আসেন। এবার মাঝে দেশে এসে আহমেদ ইলিয়াসের পরিচালনায় ‘ইউরো স্টার’ নামে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন তিনি। এফডিসিতেই এর দৃশ্যধারণ হয়। বর্তমানে বিভিন্ন চ্যানেলে এটি প্রচার হচ্ছে। এবার শাবনূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে কবে ফিরবেন সে বিষয়ে তার স্বামী অনিক মাহমুদ মানবজমিনকে বলেন, শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া রয়েছেন। তবে ঢাকায় না অস্ট্রেলিয়ায় কোরবানির ঈদ করবেন তা এখনও নিশ্চিত করে আমাকে বলেনি। অবশ্য আমার বিশ্বাস, ঢাকায়ই ঈদ করবেন শাবনূর এবং দেশে ফিরেই তিনি নতুন ছবিটির কাজ শুরু করবেন।