Fri. Oct 17th, 2025
Advertisements
raoshon8
খোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
তবে সোমবার বিকালে ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস এন্ড আর্টস (ইএমকে সেন্টার) মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক  সমাজের প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে কেরির বক্তব্য অনুষ্ঠানে অন্যদের সঙ্গে রওশনও আমন্ত্রিত ছিলেন।

কেরি সেই অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে উপস্থিত ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের মাধ্যমে রওশন তাকে (কেরিকে) নিজের একটি ভিজিটিং কার্ড পাঠিয়ে কথা বলার সুযোগ চান। কেরির বক্তব্য শেষে সেই সুযোগ করে দেন বার্নিকাট। বক্তব্যের পরে কেরি হাঁটতে-হাঁটতে দু’তিন মিনিট রওশনের সঙ্গে কথা বলেন।

কেরির সঙ্গে কথা বলার সময় রওশনের সঙ্গে তার রাজনৈতিক সচিব ফখরুল ইমাম এমপি উপস্থিত ছিলেন। ফখরুল ইমাম জানান, বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য আরো বেশি করে রপ্তানি সুবিধা ও বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অনুরোধ জানান বিরোধী দলীয় নেতা। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়েও কথা বলেন রওশন। এছাড়া কেরিকে রওশন জানিয়েছেন বাংলাদেশে সন্ত্রাসী-জঙ্গিদের কোনো স্থান নেই, এ ব্যাপারে বর্তমান সরকারের নীতি জিরো-টলারেন্স।