Wed. Oct 15th, 2025
Advertisements
index
খোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা এই কর্মসূচি চলবে।
মঙ্গলবার বিবৃতিতে একথা জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, মীর কাসেম আলীর রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করে দেয়ার প্রতিবাদে এই হরতাল। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, হজযাত্রী পরিবহনে নিয়োজিত গাড়ি, সংবাদপত্রে গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।