Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ea2811b890ea4e1028b3ba8d406f0d37-8
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬: আমেরিকার ‘ফোবানা সম্মেলনে’ গান গাইতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। আগামী ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের পাশে পেন্টাগন শেরাটন হোটেল বলরুমে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
বাংলাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে ৩০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ফোবানা সম্মেলন’। এ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার রাতের ফ্লাইটে ঢাকা এয়ারপোর্ট থেকে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি। সম্মেলনে আরও গান গাইবেন এস আই টুটুল, কুমার বিশ্বজিৎ, নচিকেতা প্রমুখ। ৪ সেপ্টেম্বর ফোবানার সমাপনী অনুষ্ঠানে গান গাইবেন তারা।

ফাহমিদা নবী জানান, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় থাকবেন তিনি। দেশে ফিরবেন ১৩ সেপ্টেম্বর। এবার তার ঈদ কাটবে আমেরিকায় আর প্লেনে চড়ে।

প্রসঙ্গত, ঈদে প্রকাশিত হতে যাচ্ছে জুলফিকার রাসেলের কথা ও নচিকেতার সুরে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর একটি ডুয়েট অ্যালবাম। আরও আসছে বেলাল খানের সুরে একটি ও শহীদ বেলালের সুরে দুইটি গান। গানগুলো থাকবে দুটো মিশ্র অ্যালবামে।