Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 
 ranbir

খোলা বাজার২৪,শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬: বলিউডের ক্যারিয়ারে এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এবার তাকে সমকামী চরিত্রে দেখা যেতে পারে।
রণবীর জানিয়েছেন, ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে সমকামী চরিত্রে ফাওয়াদ খান অভিনয় করে এই রাস্তা খুলে দিয়েছেন। এখন এ ধরনের চরিত্রে অভিনয় করতে তার আপত্তি নেই।
সেপ্টেম্বরে ভোগ ইন্ডিয়ার সেপ্টেম্বরের সংখ্যায় রণবীরের সাক্ষাত্কার ছাপা হবে। সেখানে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি।
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আলিয়া ভাট ও ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে ফাওয়াদ খানের চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে রণবীরকে  জিজ্ঞাস করা হয়, সমকামী চরিত্রে অভিনয় করবেন কিনা? উত্তরে রণবীর বলেন, অবশ্যই। ফাওয়াদ এই রাস্তা খুলে দিয়েছে। এখন এই রাস্তায় আমাদের হাঁটা সহজ হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে আমি এর আগে এধরনের চরিত্রকে না বলতাম।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেও আপত্তি নেই রণবীর কাপুরের। তবে এক্ষেত্রে অবশ্যই তার শর্ত রয়েছে। তিনি বলেন, এমন যদি হয় আগামীকাল রাজকুমার হিরানি আমাকে ‘মুন্নাভাই’র নতুন ছবিতে সারকিট চরিত্রে অভিনয় করতে বলছেন, আমি নিজের সবটুকু ঢেলে কাজ করব।