Wed. Oct 15th, 2025
Advertisements

index

খোলা বাজার২৪, শনিবার,০৩ সেপ্টেম্বর  ২০১৬: পাকিস্তানের মরদান নগরীর একটি জেলা আদালতে শুক্রবার সকালে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। দেশের আইন পেশায় নিয়োজিত ব্যক্তিদের লক্ষ্য করে চালানো এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। পুলিশ একথা জানায়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা ফয়সাল শেহজাদ এএফপিকে বলেন, হামলাকারী শুক্রবার সকালে আদালত চত্বরে আত্মঘাতী হামলা চালানোর আগে সেখানে গ্রেনেড ছুড়ে মারে। তিনি জানান, এতে কমপক্ষে ১২ জন নিহত হয়। এদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছে।
এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে ভয়াবহ এক আত্মঘাতী হামলায় অনেক আইনজীবী নিহত হওয়ার মাত্র তিন সপ্তাহ পর এ হামলা চালানো হলো।
উল্লেখ্য, পাকিস্তানের আইন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গকে লক্ষ্য করে প্রায় হামলা চালানো হয়ে থাকে।
এছাড়াও শুক্রবার মরদান নগরীর প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে হামলায় পাঁচজন নিহত হয়।