খোলা বাজার২৪, শনিবার,০৩ সেপ্টেম্বর ২০১৬: এ বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী প্রিতিজিনতা। লস অ্যাঞ্জেলস-এ প্রেমিক জেনে গুডএনাফের সঙ্গে গোপনেই বিয়েটা সেরে ফেলেন তিনি।
এরপর মুম্বাইতে ঘটা করে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন এ দম্পতি। মুম্বাইয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকলেও লস অ্যাঞ্জেলস-এর অনুষ্ঠানটির কোনো ছবি সংবাদ মাধ্যসের হাতে পড়তে দেননি প্রিতি।
ধারনা করা হয়েছিলো বিয়ের ছবি নিলামে তুলবেন এ তারকা। আর নিলামে পা্ওয়া অর্থ পুরোটাই দান করবেন সেবামূলক কাজে। কিন্তু তার সে ইচ্ছাপূরণ হওয়ার আগেই ঘটল এ অঘটন।
লস অ্যাঞ্জেলস-এর অনুষ্ঠানে উপস্থিত কেউ একজন সম্প্রতি ইন্সটাগ্রামে প্রকাশ করে দিয়েছেন প্রীতির বিয়ের মূল্যবান কিছু ছবি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, অজ্ঞাত ব্যক্তির সেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রিতি ও জিনের বিয়ের তিনটি ছবি পা্ওয়া যায়। এগুলোর মাঝে একটি ছবিতে প্রিতিকে নাচতে দেখা গেছে আর বাকি দু’টো ছবিতে একসঙ্গে দেখা গেছে এ জুটিকে।
বিয়েতে মনিশ মালহোত্রার নকশা করা লাল লেহেঙ্গায় প্রিতিকে দেখতে লাগছিল অনবদ্য আর ভারতীয় পোশাকে মার্কিন নাগরিক জিনকেও লাগছিলো ভারতীয় বরের মতোই।সদ্য হাস্যময়ী প্রিতিকে তার বিয়ের ছবিতেও পা্ওয়া গেছে একই রকম হাসি-খুশি আর প্রাণবন্ত।
বিয়ের অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিতির বন্ধু সুসান খান ও ডিজাইনার সুরিলি গোয়েল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিতির বিয়ের অনুষ্ঠানের ছবি দিয়েছেলেন কিন্তু বর-কনের ছবি প্রকাশ করেননি।
২০১৫ সালের নভেম্বরে জিনের সঙ্গে প্রেমের কথা মিডিয়াকে জানান এ অভিনেত্রী। এর তিন মাস পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ জুটি।
২০০৫ সালে প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে বাগদান হলেও পরে তা ভেঙে দেওয়া হয় প্রিতির তরফ থেকে। একটি পার্টিতে প্রিতিকে চড় মারার কারণে নেসের সঙ্গে সম্পর্ক ছেদ করেন প্রিতি।