Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
viraT-ANUSHKA_WEB
খোলা বাজার২৪,রবিবার,০৪ সেপ্টেম্বর  ২০১৬: না, আর নিজেদের সম্পর্ক নিয়ে কোন রাখঢাক করছেন না বিরাট কোহলি। অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তার প্রেমের দ্বিতীয় ইনিংসটা চুটিয়েই উপভোগ করতে চান ভারতের এই ক্রিকেট তারকা। সম্প্রতি প্রেমিকার সঙ্গে দেখা করতে রীতিমতো প্রাগ সফরে চলে গেলেন বিরাট। বর্তমানে অনুষ্কা তার নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রাগে। আর তাই প্রেমিকাকে সারপ্রাইজ দিতে রীতিমতো শুটিং ফ্লোরে হাজির বিরাট।
জানা যায়, বিরাটের এক ভক্ত সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের প্রিয় তারকার সঙ্গে একটি ছবি আপলোড করেছেন। ইনস্টাগ্রামের সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন, ‘নতুন মাস্টার ব্লাস্টারের সঙ্গে, ধন্যবাদ অনুষ্কা শর্মা এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দী করা জন্য জানা গেছে, বিরাটের ভক্ত নাকি অনুস্কার সঙ্গেও ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু অনুষ্কা সেই প্রস্তাবে রাজি হননি।

প্রসঙ্গত, অনুষ্কা শর্মা এবং শাহরুখ খান বর্তমানে চেক রিপাবলিকে ইমতিয়াজ আলির নতুন ছবির শুটিং করছেন। আর সেখানেই বিরাটের উপস্থিতি যেন অনুষ্কার কাজের ফাঁকে প্রেম করার ইচ্ছাকে উসকে দিল বেশ খানিকটা।