খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: জনপ্রিয় অভিনেতা সালমান শাহ’র মৃত্যুর দুই দশক পূর্ণ হয়েছে মঙ্গলবার। অথচ দুই দশকেও নিশ্চিত হওয়া যায়নি জননন্দিত এই অভিনেতা আত্মহত্যা করেছিলেন না খুন হয়েছিলেন।
২০ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে সালমান শাহ’র বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। মামলা প্রথমে রমনা থানা পুলিশ পরে ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার হুমায়ুন কবির তদন্ত করেন। সালমান শাহ’র মরদেহের প্রথম ময়নাতদন্ত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
প্রতিবেদনে তারা সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে বর্ণনা করে। পরে সালমান শাহর পরিবার ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দিলে মরদেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্ত করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাদের প্রতিবেদনে মরদেহ অত্যধিক পচে যাওয়ার কারণে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, ১৯৯৭ সালের ৪ ফেব্র“য়ারি ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার হুমায়ুন কবির আত্মহত্যার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
কিন্তু সালমান শাহের পরিবার থেকে দাবি করা হয় যে তাকে হত্যা করা হয়েছে। ২০১৫ সালের ফেব্র“য়ারি মাসে সালমান শাহ’র মায়ের নারাজির প্রেক্ষিতে সালমান শাহ’র মৃত্যু ঘটনাটি ফের তদন্তের জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নির্দেশ দেয়া হয়। সালমান শাহের মায়ের করা আদালতে নারাজি আবেদনে বলা হয়, সালমানের স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন জড়িত থাকতে পারে বলা হয়।
২০১৫ সালের ১২ এপ্রিলে এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। র্যাবের একটি সূত্র মঙ্গলবার ইত্তেফাককে জানিয়েছে, আদালতে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। সেখানে বলা হয়েছে বিষয়টি তদন্ত করে বেশি দূর আগানো যাবে না। র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, রমনা থানার এই মামলাটি র্যাব ৩ এর অধীনে তদন্তাধীন রয়েছে। র্যাব ৩ এর পরিচালক সারোয়ার ইত্তেফাককে জানিয়েছেন, তদন্তের বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি। ২০১৪ সালের ২১ ডিসেম্বর সালমান শাহ’র মা নীলা চৌধুরী বলেছিলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। অজ্ঞাত কারণে প্রকৃত সত্য আড়ালে থেকে যাচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতার বছর ১৯৭১ সালের ২০ সেপ্টেম্বর সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন! বিটিভিতে শিশুশিল্পী হিসেবে শুরু করে অল্প কয়েকদিনের মধ্যে ঢালিউডের মুকুটহীন সম্রাট হয়ে যান। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম সিনেমায়ই বাজিমাত করেন তিনি। অল্পদিনের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি টিভি নাটকেও তাকে দেখা গেছে।
সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদের উদ্যোগে মঙ্গলবার এফডিসি মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক সোহনুর রহমান সোহান। এছাড়া উপস্থিত থাকবেন চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলীসহ অনেকে।