Wed. Oct 15th, 2025
Advertisements

image-35695-1473169169

খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: ঢাকায় স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আসামি ওবায়েদুলকে ধরিয়ে দেওয়ায় নীলফামারীর সেই মাংস বিক্রেতাসহ তিনজনকে পুরস্কৃত করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ডোমার থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সভায় মাংস ব্যবসায়ী দুলাল হোসেন, অটোরিকশাচালক ইসমাইল হোসেন ও সোনারায় ইউনিয়ন পরিষদ সদস্য শাহজাহান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তাদের হাতে টাকার খাম তুলে দেন পুলিশ সুপার জাকির হোসেন খান। পুলিশ টাকার পরিমাণ প্রকাশ করেনি।