খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: জাপানে এবারের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন প্রিয়াংকা ইয়োশিকায়া। মঙ্গলবার তিনি এই গৌরব অর্জন করেন। এরপর থেকে প্রিয়াংকাকে নিজ দেশের মেয়ে দাবি করে ভারতীরা শুভেচ্ছা জানাতে থাকেন।
কিন্তু এ দাবিকে অস্বীকার করে ২২ বছর বয়সী এই সুন্দরী এনডিটিভেকে বলেছেন, ‘আমি ভারতীয় নই।’
তবে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হওয়ার পর যে সমস্ত ভারতীয় শুভ কামনা জানিয়েছেন, তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।
প্রিয়াংকার বাবা কলকাতার। ছাত্র হিসেবে জাপানে গিয়ে তিনি বিয়ে করেন।
মিস ওয়ার্ল্ড জাপান বিজয়ী হওয়ার পরই প্রিয়াংকার পরিচয় নিয়ে কথা ওঠে। অনেকে বলতে থাকেন প্রিয়াংকা জাপানি নন।
কিন্তু এ দাবিকে প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট বলেছেন, ‘আমি নিশ্চিত, পরিচয় নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই। কেউ কেউ বলতে চান- আমি জাপানি নই। তাদের বলছি- না, আমি জাপানিই।’
প্রিয়াংকা জানান, তিনি নিয়মিত কলকাতা বেড়াতে যান। সেখানে গৃহহীন শিশুদের নিয়ে কাজ করতে চান। তাদের জন্য সেখানে একটি বাড়িও নির্মাণ করবেন।
এখন আগামী ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াংকা।