Mon. Oct 27th, 2025
Advertisements

15kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: বিতর্কে না জড়ালেও বরাবরই সরাসরি কথা বলেন বলিউড তারকা এমরান হাশমি। নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে ‘বলিউডি সতর্কতা’ তাঁর কখনোই ছিল না। এমটিভি ইন্ডিয়ার খবরে জানা গেল, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তেমন চিন্তিত নন এই তারকা। তাঁর মতে, ভারতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহারই করা হয়।
‘ভারতে বিভিন্ন বর্ণ আর বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করে। এমন অবস্থায় আমরা, মুসলমানরা ভালোই আছি। তেমন কোনো বড় ধরনের সমস্যা তো হচ্ছে না’, বলেছেন এমরান।
তবে এমন কথা বলার সময় এমরানকে নিজেরই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এর কারণ, পালি হিলের জমকালো এলাকায় এমরান যখন বাড়ি কিনতে গিয়েছিলেন, স্রেফ তিনি মুসলিম ধর্মের বলে সেখানকার হাউজিং সোসাইটি তাঁকে অনুমতি দেয়নি। তখন বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছিলেন এমরান। তবে বর্তমানে এই বিষয়ে তিনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন।
‘ওই বাড়ি-সংক্রান্ত বিষয়ে আমি আসলে তেমন কিছু বলতে চাই না। আমি এটা বলতে পারব না যে এই সমস্যা রয়েছে কি নেই। তবে মোটা দাগে এটাই বলতে হবে যে আমরা সবাই একসঙ্গে আছি এবং শান্তিতে বসবাস করছি। আমি মনে করি, আমরা ভালোই আছি। আমি এটাই বলব যে ভারতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহারই করা হয়’—এভাবেই বলেন এমরান।
এমরান এখন ব্যস্ত তাঁর নতুন হরর ছবি ‘রাজ রিবুট’ এর প্রচারণায় ব্যস্ত। এই ছবিতে এমরান ছাড়াও অভিনয় করেছেন কৃতী খরবান্দা এবং গৌরব অরোরা। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি মুক্তি পাবে চলতি মাসের ১৬ তারিখে।