Mon. Oct 27th, 2025
Advertisements

31kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬:  আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) “আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস” ২০১৬ উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ কম্পাউন্ড হতে এটি রেলি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নাইক্ষ্যংছড়ি সদর এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পাচ শত শিক্ষার্থী অংশনেন।

এবারের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের স্লোগান ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন এ আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সসভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যং ছড়ি সরকারী কলেজ এর প্রিন্সিপ্যাল ওআম রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহাম্মেদ, নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ এর শিক্ষক সমাজ সেবক অধ্যাপক মোঃ শফিউল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এর শিক্ষকসম্প্রদায়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জাতির পিতার পথ অনুসরণ করে শিক্ষাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনা অধিকার হিসেবে ঘোষণা দিয়েছেন, এবং শিক্ষার প্রসারের মাধ্যমে জাতিকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, প্রত্যেক কে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার প্রসারে নিষ্ঠার সাথে কাজ করতে আহ্বান জানানো হয়।