খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: রণবীর সিং এবং বাণী কাপুর মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘বেফিকর’-এর নতুন রিলিজ হওয়া গান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ গানটিতে যতবার রণবীর এবং বাণীকে দেখা গিয়েছে, তার থেকে অনেক বেশিবার দেখা গিয়েছে একাধিক চুম্বন দৃশ্য। সবমিলিয়ে প্রায় ২৫ বার।
প্রশ্ন হলো সাম্প্রতিককালে ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে পহলাজ নিহালনির নেতৃত্বাধীন সেন্সর বোর্ড যেভাবে কড়াকড়ি দেখিয়েছে, তাতে এতবার চুমুর দৃশ্য থাকা সত্ত্বেও কীভাবে সেন্সর বোর্ড এই গানটিকে ছাড়পত্র দিল? বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে সেন্সর বোর্ডের অস্ত্রেই সেন্সর বোর্ডকে ঘায়েল করেছেন ছবির নির্মাতারা।
কারণ, সম্প্রতি ‘দো লব্জ কি কহানি’ এবং ‘স্পেক্টর’ ছবিতে চুম্বনদৃশ্যের দৈর্ঘ্য কেটে অর্ধেক করে দিয়েছিল সেন্সর বোর্ড। ‘দো লব্জ কি কহানি’ ছবিতে ১৮ সেকেন্ডের চুম্বনদৃশ্য কেটে ৯ সেকেন্ডের করে দেওয়া হয়। সম্ভবত সেই অভিজ্ঞতা থেকেই ‘বেফিকর’-এর এই গানে প্রত্যেকটি চুম্বনদৃশ্য ৯ সেকেন্ডের থেকে কম রাখা হয়েছে।