Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান না ইমরান হাশমি। পর্দায় আলিয়ার সঙ্গে প্রেম করতে তীব্র আপত্তি বলিউডের সিরিয়াল কিসারের।

সম্প্রতি আলিয়ার বিপরীতে ইমরানকে একটি ছবির অফার দেওয়া হলে সেই অফার ফিরিয়ে দেন অভিনেতা।
কানাঘুষোর খবর, ‘রোম্যান্টিক-কমেডি’ ছবিটিতে আলিয়ার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য শুট করার প্রস্তাব পেয়েছিলেন ইমরান। কিন্তু গোটা বিষয়টি নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন তিনি।
কিন্তু হঠাৎ এমন কী হল? আলিয়ার সঙ্গে কেন কাজ করতে চাইছেন না ইমরান? আসলে ইমরান আলিয়ার ‘কাজিন’। আর ছোট বোনের সঙ্গে পর্দায় রোমান্স করতে অস্বস্তি হবে অভিনেতার। তাই আলিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে অস্বীকার করেছেন তিনি।