শাকিব খান অভিনীত দুটি ছবি এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে। ছবি দুটি হচ্ছে শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শ্যুটার’। তবে এবারের ঈদটা দেশে করা হয়নি ঢালিউডের এই শীর্ষ তারকার।
আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ ছবির কাজে গত ২৯শে আগস্ট অস্ট্রেলিয়ায় যান শাকিব। সেখানে ১৫ দিনের কাজ শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছেন তিনি। এদিকে এ ছবির কাজ নিয়ে নির্মাতা আশিকুর রহমান বলেন, অস্ট্রেলিয়ার বেশকিছু সুন্দর লোকেশনে শাকিবকে নিয়ে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির কাজ করেছি।
শাকিবের পাশাপাশি বাংলাদেশ থেকে মিশা সওদাগর, টাইগার রবিও গিয়েছিলেন সেখানে। শাকিব খানকে ভিন্ন এক লুকে ও চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। শাকিব কাজ শেষ করে আজ বাংলাদেশে ফিরেছেন। এদিকে ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন শিবা আলী খান।
অন্যদিকে, শাকিব খান দেশে ফিরে বলেন, কাজটি ভালোভাবে শেষ করতে পেরেছি। আমার অংশের কাজ অনেকটা শেষ। ছবিতে অনেক নতুনত্ব দর্শক দেখতে পাবেন। আর দেশে ফিরে মনটা আরো ভালো হয়ে গেছে কারণ আমার ঈদে মুক্তি পাওয়া ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ দুটি ছবি বেশ ভালো ব্যবসা করছে। উল্লেখ্য, শাকিব খান অভিনীত ঈদে মুক্তি পাওয়া দুটি ছবিতেই শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।