মডেল, অভিনেত্রী, গায়িকা এই তিন পরিচয়ে পরিচিত রোমানা রশিদ ঈশিতা। তাকে অভিনয় কিংবা র্যাম্পে নিয়মিত দেখা গেলেও সেভাবে গানের জগতে দেখা যায়নি। তাইতো দীর্ঘ ১৪ বছর পর আবার একক অ্যালবাম নিয়ে ফিরছেন তিনি।
শোবিজে গান দিয়েই মূলত পথচলা শুরু হয় ঈশিতার। ‘রাত নিঝুম’ নামে তার একক অ্যালবাম প্রকাশ হয় ২০০২ সালে। এটি প্রণব ঘোষের সুর-সঙ্গীতে সাউন্ডেকের ব্যানারে বাজারে আসে। এ ছাড়া একাধিক মিক্সড অ্যালবামেও কাজ করেছেন তিনি। এ পর্যন্ত সব মিলিয়ে পাঁচটির মতো অ্যালবামে কণ্ঠ দিয়েছেন।
ঈশিতা বর্তমানে নজরুল ইন্সটিটিউটের এক্সিকিউটিভ কমিটির মেম্বার মো. ইদ্রিস আলীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখছেন। তাই সংগীত আর পারিবারিক ব্যস্ততার কারণে নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন। সেইসঙ্গে তিনি পড়াশুনা নিয়েও ব্যস্ত রয়েছেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।