Mon. Oct 27th, 2025
Advertisements

17শুক্রবার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুমিল্লায় প্রায় এক কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। বিকালে আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

জানা যায়, বিজিবির একটি দল শুক্রবার সদর দক্ষিণ উপজেলার বুড়িরটিলা এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭৭ হাজার ৫শটি টার্গেট ট্যাবলেট, ৩৭ হাজার ডাইক্লো এম ট্যাবলেট ও ৭০ হাজার সেরডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া জেলার চৌদ্দগ্রামসহ ভারত সীমান্তবর্তী যশপুর, শিবের বাজার ও গোলাবাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি, গাঁজা, টার্গেট ট্যাবলেট ও গার্মেন্টস সামগ্রীসহ বিভিন্ন মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয়।

কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯৫ লাখ ৯৬ হাজার ৪শ’ টাকা। এগুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।