Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kবলিউডে একসময় আইটেম কুইন হিসেবে পরিচিত ছিলেন নানা বিতর্কের রানি রাখি সাওয়ান্ত। কিন্তু বর্তমানে তার সময়টা ভালো যাচ্ছে না। আইটেম গানে তেমন আর ডাক পান না রাখি।
সাবেক পর্ণস্টার সানি লিওনের বলিউডে অভিষেকের পর থেকেই তার খাওয়া উঠে গেছে। তাই তো যে কোনো কিছুতেই সানিই তার আক্রমণের শিকার।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাখির নতুন সিনেমা ‘এক কাহানি জুলি কি’। সিনেমা দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারেনি।
ছবি মুক্তির আগে সেন্সর বোর্ডের সমালোচনা করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। সংবাদ সম্মেলন করে সেন্সর বোর্ডের ব্যাপক সমালোচনা করেন তিনি। ওই সময় সানি লিওনের অতীত পর্ন জীবনের প্রসঙ্গ টেনে আনেন রাখি।
প্রায়ই সানিকে খোঁচা দিয়ে কথা বলেন বিতর্কিত এ নায়িকা। সানির কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশে ধর্ষণ বাড়ছে-এমন মন্তব্যও করেছেন রাখি।
আবারও তার আক্রমণের শিকার সানি। তাকে উদ্দেশ করে রাখি বলেছেন, সানির উচিত পর্ন সিনেমায় ফিরে যাওয়া।
শাহরুখের নতুন সিনেমা ‘রইস’-এর আইটেম গানে সানিকে রাখার বিষয়ে রাখি বলেন, এটা শাহরুখের কাজ নয়। অন্য কেউ এটা করেছে। হয়তো প্রযোজকরা টাকা নিয়ে কাজটি করেছে।
তিনি বলেন, সে কত আইটেম ডান্স করবে? ওর আসল কাজ তো পর্ন।